খালেদা জিয়াকে কি নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে?
বিচারকে নিজের গতিতে চলতে দেয়া উচিৎ
প্রতিবেদকঃ ডয়েচে ভেলে তারিখঃ 2017-11-04 সময়ঃ 09:35:45 পাঠক সংখ্যাঃ 197
ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি বলেছেন, ‘‘রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তাঁকে রাজনৈতিক অঙ্গন থেকে সরাতে এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ক্ষমতাসীনরা একটি নীলনকশা প্রণয়ন করেছে৷’’
সরকারের উচ্চমহলের কার্যকলাপ, তৎপরতা এবং বক্তব্য বিবৃতিতে বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয় বলে মনে করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘মামলার রায়ে আমার সাজা হবে এবং আমাকে কাশিমপুর কারাগারে রাখা হবে বলে ইতিমধ্যে কোনো কোনো মন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছেন৷ কোনো কোনো মন্ত্রী এবং শাসক দলের কোনো কোনো নেতা প্রায় নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন, আমাকে রাজনীতির অঙ্গন থেকে বিদায় করে দেওয়া হবে৷''
খালেদা জিয়ার এমন শঙ্কার বিষয়ে জানতেই চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিচারকে নিজের গতিতে চলতে দেয়া উচিৎ৷ আমরা বিশ্বাস করি আদালতে তিনি ন্যায় বিচার পাবেন৷ আদালত তাঁর অপরাধ বিবেচনা করে রায় দেবেন৷ এ নিয়ে খালেদা জিয়ার শঙ্কা প্রকাশ করার কিছু নেই৷ উনি আসলে রাজনৈতিকভাবে জনমতকে পক্ষে নিতে এমন বক্তব্য দিয়েছেন৷''
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিএনপি চেয়ারপারসন আদালতে বক্তব্য তুলে ধরেন৷ পরে তাঁর সময় আবেদনের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য রাখার জন্য ৯ নভেম্বর দিন ধার্য করে দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান৷ তবে এই মামলায় স্থায়ী জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদন না-মঞ্জুর করেছে আদালত৷
খালেদা জিয়ার শঙ্কার ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘উনারতো আদালতের প্রতি আস্থা নেই৷ উনি আইন মানতে চান না৷ একটি মামলায় উনি ১৪৩ বার সময় নিয়েছেন৷ ৯ বছর ধরে একটি মামলা চলছে৷ আর কতবছর চলবে? উনি কি এই মামলা সারাজীবন চালাতে চান৷''
হানিফ বলেন, ‘‘আসলে উনি অপরাধ করেছেন বলেই ভয় পাচ্ছেন, তাঁর শাস্তি হতে পারে? অপরাধ না করলেতো তাঁর এত সময়ের দরকার ছিল না৷ নানা তালবাহানায় খালি সময় বাড়াচ্ছেন৷ এখন আদালত কিছু বললেই উনি বলেন, সরকার তড়িঘড়ি করছে৷ এগুলো আসলে ঠিক নয়৷''
তবে হানিফের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ নেতারা বললেইতো আর হবে না৷ সারাদেশের মানুষ কি ভাবছে? বেগম খালেদা জিয়া যে শঙ্কা প্রকাশ করেছেন তাঁর যৌক্তিক ভিত্তি রয়েছে৷ তিনি তাঁর বক্তব্যের সমর্থনে তথ্য উপাত্তও উপস্থাপন করেছেন৷''
আসলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় কি হতে যাচ্ছে? এমন আলোচনা এখন সাধারণ মানুষের মধ্যে৷ এই মামলায় যদি খালেদা জিয়ার সত্যি শাস্তি দেয়া হয় তাহলে কি হবে? উনি কি সামনের নির্বাচনে অংশ নিতে পারবেন? সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোন মামলায় যদি কারো দুই বছরের বেশি শাস্তি হয় তাহলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন৷ আমাদের আইন তাই বলে৷''
সুনির্দিষ্টভাবে খালেদা জিয়ার মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘একইভাবে উনার যদি দুই বছরের বেশি শাস্তি হয় তাহলে সামনের নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না৷'' উচ্চ আদালতে আপিল করা হলেও কি অযোগ্য থাকবেন? জবাবে তিনি বলেন, ‘‘আদালত কী বলে সেটার উপর নির্ভর করবে৷ আমি মনে করি যদি এই মামলায় তাঁর শাস্তি হয় তাহলে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না৷''
খেলাধুলা
ঐতিহাসিক জয়ের নায়ক সাকিব, অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে বিস্তারিত »
লাইফস্টাইল
শীর্ষ খবর
-
বিভিন্ন দেশের নববর্ষ উৎসব
-
কোটা সংস্কার আন্দোলনের ত্রিমুখী ‘প্রতিক্রিয়া'
-
প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের দিকে তাকিয়ে সবাই
-
মন্ত্রীদের বক্তব্যের কারণে আন্দোলনের বিভক্তি দূর
-
হায়দ্রাবাদের মসজিদে হামলার অভিযুক্তরা বেকসুর খালাস
-
‘পহেলা বৈশাখ জাতির বৈশিষ্ট্য অনুযায়ী উদযাপিত হোক'
-
নিষিদ্ধ দুই আঙুলের পরীক্ষা যেভাবে নিষিদ্ধ থাকতে পারে

আজকের বাংলার মিডিয়া পার্টনার

অনলাইন জরিপ
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার রোহিঙ্গা দেরকে অত্যাচার করে ফলে ২০১৭ তে অগাস্ট ২৫ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ মাসে ৫ লক্ষ্য রোহিঙ্গা জাতিগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আপনি কি মনে করেন বাংলাদেশ শরণার্থী দেরকে আবার ফিরে পাঠিয়ে দিক?
সংবাদ আর্কাইভ
অনুবাদ সাহিত্য
- ফ্রান্স কাফকা: জার্মানভাষী বোহিমিয়ান উপন্যাসিক
- এক আঙুলে দেশরক্ষা করেছিলো যে বালক
- জার্মান কথাসাহিত্যিক হাইনরিখ ব্যোল এর জন্ম শতবার্ষিকী আজ
- হানিফা ডীনের 'দ্য ক্রিসেন্ট এন্ড দ্য পেনঃ দ্য স্ট্রেঞ্জ জার্নি অব তসলিমা নাসরিন' - ৪
- হানিফা ডীনের 'দ্য ক্রিসেন্ট এন্ড দ্য পেনঃ দ্য স্ট্রেঞ্জ জার্নি অব তসলিমা নাসরিন' - ৩
ফটো গ্যালারী
-
অভিজিৎ এর জন্মদিনে - মৌলবাদ নিপাত যাক মুক্তচিন্তা দীর্ঘজীবী হোক - আর্ট:
-
দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসস্তূপ এর চিহ্ন বয়ে বেড়াচ্ছে বার্লিন ৭০ বছর থেকে,
-
নয়া সক্রেটিস অভিজিৎ রায় - গত ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ঢাকায় বইমেলা থেকে বের
-
বার্লিনে খাদ্য, কৃষি ও বাগান শিল্প নিয়ে বিশ্বের বৃহত্তম প্রদর্শনী
-
আর্জেন্টিনা-জার্মানি ফাইনাল ম্যাচ নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের
-
বিশ্বকাপ গ্যালারির সুন্দরীরা - দুই জার্মান
-
বার্লিন কার্নিভাল অফ দি ওয়ার্ল্ড কালচার ২০১৪ - বাংলাদেশী কমুনিটি
-
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ মডেল ফারিয়া আলম লন্ডনে ছিলেন আলোচনার
-
বাংলাদেশের ছেলে শাহীন জার্মানিতে সফলভাবে ছবি তৈরি করে আবার স্বীকৃতি পেলো -
-
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপরা এসেছিলেন ২০১২ এর বার্লিনালে-৬২ তে যোগ দিতে
-
বিশ্ব বাজারে বাংলাদেশী পণ্য -
-
শুভ নববর্ষ ২০১৩, বার্লিন - Happy New Year 2013,